Home / Tech News / ইন্টারনেটের গতি বেশি পেতে কাস্টমার কেয়ার থেকে ফোনের ১নং স্লটে সিম রাখতে বলার কারণ

ইন্টারনেটের গতি বেশি পেতে কাস্টমার কেয়ার থেকে ফোনের ১নং স্লটে সিম রাখতে বলার কারণ

কাস্টমার কেয়ারের সেবা প্রদানকারীরা সবসময় আমাদেরকে একজন নতুন ইউজার হিসেবে সেবা দিয়ে থাকে।কাস্টমার কেয়ার থেকে সেবা প্রদানকারীরা আমাদেরকে মোবাইল সম্পর্কে অনভিজ্ঞ হিসেবে ধরে নেয়। এবং স্রেফ বলে যে ইন্টারনেটের গতি বেশি এবং ভালো পেতে আপনার সিমটি প্রথম স্লটে লাগান। এটা বলার কিছু কারন থাকতে পারে যেমনঃ-

  1. সব মোবাইলে বাই ডিফল্ট সিম ১ এ LTE ‍and WCDMA or GSM auto সিলেক্ট করা থাকে। এতে সব অবস্থায় নেটওয়ার্ক কভারেজ ভালো থাকে। তবে এটি বদলানো যায়।
  2. অনেক মোবাইলে সিম ১ স্লটটি শুধুমাত্র ৪জি /৩জি থাকে এবং সিম ২ স্লটটি ২জি থাকে যা বদলানো যায়না। এখন এটি বিলুপ্তপ্রায়।
  3. অনেক মোবাইলে সিম ১ স্লটটি প্রাইমারি হিসেবে থাকে ফলে সিম ১ স্লট এম্পটি থাকলে সেলুলার নেটওয়ার্ক অফ থাকে।
  4. অপারেটর দের একটি পুরাতন পন্থা।

আসলে এটি অপারেটর দের একটি পুরাতন পদ্ধতি যা আগে সঠিক থাকলেও বর্তমানে ভুল।

ইন্টারনেটের গতি বেশি ধরে রাখতে এখন আরও ভালো কার‌যকারী পদ্ধতি আছে।

তথ্যটি ভালো লাগলে আবার পড়ুন:

কাস্টমার কেয়ারের সেবা প্রদানকারীরা সবসময় আমাদেরকে একজন নতুন ইউজার হিসেবে সেবা দিয়ে থাকে।কাস্টমার কেয়ার থেকে সেবা প্রদানকারীরা আমাদেরকে মোবাইল সম্পর্কে অনভিজ্ঞ হিসেবে ধরে নেয়। এবং স্রেফ বলে যে ইন্টারনেটের গতি বেশি এবং ভালো পেতে আপনার সিমটি প্রথম স্লটে লাগান। এটা বলার কিছু কারন থাকতে পারে যেমনঃ-

  1. সব মোবাইলে বাই ডিফল্ট সিম ১ এ LTE/WCDMA/GSM auto সিলেক্ট করা থাকে। এতে সব অবস্থায় নেটওয়ার্ক কভারেজ ভালো থাকে। তবে এটি বদলানো যায়।
  2. অনেক মোবাইলে সিম ১ স্লটটি শুধুমাত্র ৪জি /৩জি থাকে এবং সিম ২ স্লটটি ২জি থাকে যা বদলানো যায়না। এখন এটি বিলুপ্তপ্রায়।
  3. অনেক মোবাইলে সিম ১ স্লটটি প্রাইমারি হিসেবে থাকে ফলে সিম ১ স্লট এম্পটি থাকলে সেলুলার নেটওয়ার্ক অফ থাকে।
  4. অপারেটর দের একটি পুরাতন পন্থা।

আসলে এটি অপারেটর দের একটি পুরাতন পদ্ধতি যা আগে সঠিক থাকলেও বর্তমানে ভুল।

ইন্টারনেটের গতি বেশি ধরে রাখতে এখন আরও ভালো কার‌যকারী পদ্ধতি আছে।

আরও পড়ুন:

2020 সালে আসন্ন 10 টি নতুন স্মার্টফোন

Honor 10 লাইটে এসেছে অ্যান্ড্রয়েড 10 ভিত্তিক EMUI 10 আপডেট

realme x50 release date and price in bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *