Home / Smartphone / লিক হলো Samsung Galaxy S সিরিজের আপকামিং ফোনের বিভিন্ন ফিচার

লিক হলো Samsung Galaxy S সিরিজের আপকামিং ফোনের বিভিন্ন ফিচার

প্রযুক্তি জগৎ প্রতিনিয়তই আপগ্রেডেড হচ্ছে। এখন যেটা ভাইরাল নিউজ, কিছুক্ষণ পরেই তা আবার এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে। চলুন জেনে নেই, এ সপ্তাহে প্রযুক্তি বিশ্বে ঘটে যাওয়া কিছু আলোচিত ঘটনা।

গ্যালাক্সি S সিরিজের ফোন বাজারে আসার আগেই অধির আগ্রহে বসে থাকেন Samsung Galaxy S সিরিজের ভক্তরা। নতুন কি ফিচার আসছে এই ফোনে অথবা লুকে কি নতুনত্ব আসছে তা নিয়ে আগ্রহের শেষ নেই এই সিরিজের ভক্তদের।

 তবে সম্প্রতি তাদের আগ্রহকে উস্কে দিতে ফাঁস হয়েছে Samsung S11 এবং S11+ এর কিছু ফিচার। 
২০২০ সালের মার্চে বাজারে আসার কথা থাকলেও গত সপ্তাহে জানা গেছে Galaxy s11 এর পিছনের ক্যামেরা সেটাপ এ পরিবর্তন আসছে।

 লিক হওয়া ছবিতে দেখা যাগ গ্যালাক্সি এস ১১ এর ক্যামেরা সেট-আপটি গ্যালাক্সি M30s এর মতো চতুষ্কোণ হবে। 
আর গ্যালাক্সি এস ১১ এর ক্যামেরা গ্যালাক্সি এস টেন এর মতই হবে। 

গ্যালাক্সি এস ১১ এর ডিসপ্লে হবে ৬.৭ ইঞ্চি আর গ্যালাক্সি এস ১১+ এর ডিসপ্লে হবে ৬.৭ ইঞ্চি

সঙ্গে 5x জুম এর সাথে 108 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা থাকবে।

অন্যদিকে লিক হওয়া আর এক তথ্যে জানা যায় গ্যালাক্সি এস ১১ এর ব্যাটারি থাকবে ৪০০০ এমএএইচ এবং গ্যালাক্সি এস ১১+ এর ব্যাটারি 5000 এমএএইচ
সুতরাং স্যামসাং ইউজারদের জন্যে এই প্রাপ্তি টা মোটেও মন্দ নয়।